কোলাঘাটব্রেকিং নিউজ

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাটঃ-চাকরি দেওয়ার নামে করে প্রতারনার অভিযোগ উঠল তৃণমূল নেতা অতনু গুচ্ছাইত ও তার ভাই শান্তনু গুছাইতের বিরুদ্ধে যারা নিজেদের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়।প্রসঙ্গত এস এস সি, গ্ৰুপ ডি,গ্ৰুপ সি,প্রাইমারি তে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিক ব‍্যক্তির কাছে কয়েক লক্ষ্য টাকা আত্মস্বাদের অভিযোগ উঠছে।অতনু ২০০৩ সালে কোলা ১ পঞ্চায়েত সদস‍্য ও ২০০৮ সালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কমাধক্ষ ছিলেন।তখন থেকেই এলাকায় তৃনমূল নেতা হিসেবে পরিচিতি লাভ করে।কোলা ১ পঞ্চায়েতে অতনুর একটি সুবিশাল বাড়িও রয়েছে।যদিও তার বাড়ি এখন তালাবন্দী।স্থানীয় সূত্রে খবর,বেশ কয়েকজন অতনুর হাত ধরে চাকরিও পেয়েছিলো।তখন থেকেই তার প্রতি বিশ্বাস জন্মায় স্থানীয়দের। প্রতারিতদের ভুয়ো নিয়োগপত্র ও দেওয়া হয়। কিন্তু নিয়োগপত্রের থাকা জয়েন্টের তারিখ চলে গেলেও তাদের নিয়োগ হয়নি। এতে সন্দেহ হওয়ায় প্রতারিতরা অতনুকে বারবার ফোন করেন তার বাড়িতে যান। সেখান থেকেই তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় চাকরি হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যেই। কিন্তু সময় বুঝেই সপরিবারে বাড়ি থেকে পলাতক হয় অতনু। প্রতারিত অর্ণব গুড়ে বলেন -” অনেকের কাছেই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন এবং আমার কাছেও আড়াই লক্ষ টাকা নিয়েছেন। এবং বলেছিলেন গ্রুপ ডি গ্রুপ সি ক্লার্ক এসএসসি যাতেই চাকরি বেরোবে তাতেই চাকরিতে যোগ করিয়ে দেবেন।পরে আবার এপোয়েন্টমেন্ট লেটার পাইয়ে দেবে বলে দেড় লক্ষ টাকার সোনা রেখে টাকা নেন।টোটাল ৪ লক্ষ টাকা নিয়েছেন আমার কাছ থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নাম করে। আমরা চাই সিবিআই তদন্ত হোক। এবং সত্য সামনে আসুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *