ব্রেকিং নিউজমালদা

চাঁচল সুপার স্পিসিলিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সুপারিনটেনডেন্ট অফিসের ফটকে।কর্মচারী সাংবাদিক বৈঠক করে।

পার্থ ঝা,মালদা

নিজস্ব প্রতিনিধি, চাঁচল সুপার হাসপাতাল মূলত বেতন বৃদ্ধি নেই 2021 জুলাই থেকে বেতন বেড়েছে আর বাড়েনি কোম্পানি যা দেয় তা নেই কর্মচারী। এতে পারাই 160 কর্মচারী কাজ করে এই বেতনে তাদের চলে না সংসার। কোন মতন দিন চলে। তাই কর্মচারীরা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যদি বেতন না বাড়ানো হয় তাহলে 10 ই জানুয়ারি রাজ্যের জাতীয় সড়ক পথে আন্দোলন করবেন। এমনটাই জানান কোম্পানি কর্মচারী। এমনকি সেই কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড দেইনা নরমালি লিখিত আইডি কার্ড দেই। যার কোন মূল্য নেই বলে জানান।

তাই চাঁচল থানার আইসি এবং এমএলএ কে নোটিশ জারি করেন। তাই চাচোল মহাকুমার ভিডিও সাহেব কে নোটিশ জারি করেন , এমনকি কোম্পানির কর্মচারীদের উনিফর্ম দেওয়া হচ্ছে না, এমনটাই জানালেন কোম্পানির আলবুম আক্তার এন আই এস সুপারভাইজার।

মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *