পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবরহলদিয়া

চলছে শেষ মুহূর্তে আগামীকাল থেকে শুরু হচ্ছে হলদিয়া মেলার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: রাত পোহালেই আগামীকাল থেকে শুরু হচ্ছে হলদিয়া মেলা ২০২৩। হলদিয়া বাসীর আবেগ এবং গর্বের মেলা এই হলদিয়া মেলা। এই মেলার দিকে তাকিয়ে থাকে গোটা পূর্ব মেদিনীপুরবাসী। করোনা পরিস্থিতি কাটিয়ে ফের দু’বছর পর হলদিয়া মেলা শুরু হচ্ছে। রানিচকের সতীশ সামন্ত ট্রেড সেন্টার সংহতি ময়দানে মেলা শুরু হচ্ছে ৩ফেব্রুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই হলদিয়া মেলা। আগামীকাল বিকাল ৫টায় মেলার উদ্বোধন হবে। মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়, উপস্থিত থাকবেন ফিরাদ হাকিম, শশী পাঁজা, মলয় ঘটক, উত্তম বারিক, অখিল গিরি, বিপ্লব রায় চৌধুরী, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, পুলিশ সুপার অমরনাথ কে, সৌমেন মহাপাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ‌।

এবার হলদিয়া মেলার ফোকাস বাংলার শিল্প ও সংস্কৃতি। মেলায় বাংলার হস্তশিল্পের সঙ্গে লোকশিল্পের বৈচিত্র্য তুলে ধরা হবে। ১০দিন ধরে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলার পাশাপাশি পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্পীরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *