Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

চন্দ্রযান-৩ তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে পাঁশকুড়ার পীযুষ পট্টনায়েক

নিউজ বাংলা লাইভ : ভারতের গর্ব ও পাঁশকুড়া বাসীর আবেগের শীর্ষে এখন পাঁশকুড়ার পীযুষ পট্টনায়েক।চন্দ্রযান ৩ এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাটাল গ্রামের বাসিন্দা পীযুষ পট্টনায়েকের হাতে।

প্রত্যন্ত গ্রামের বাসিন্দা পীযুষ পট্টনায়েক।বাবা পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত সেচ দপ্তরের কর্মচারী,মা গৃহবধূ, ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বেড়ে ওঠে পীযুষ।পীযুষের হাতে খড়ি হয় গ্ৰামেরই একটি স্কুলে, ছোটবেলা থেকেই শান্ত ও মেধাবী ছিল পীযুষ,২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে পাঁশকুড়া ব্রাটলি বাট হাইস্কুল থেকে।এরপর,কল্যানী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংএ বি.টেক পাশ করে।২০১৩ সালে খড়্গপুর আই আই টি কলেজ থেকে এম.টেক পাশ করেন,যোগ দেয় ইসরোতে।চন্দ্রযান ২ ও ৩ এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল ওর হাতে। স্বভাবতই,চন্দ্রযান ৩ গতকাল চাঁদের মাটিতে অবতরণ করায় খুশির আমেজ নেমে এসেছে উত্তর কোটালের পীযূষ কান্তি পট্টনায়েকের গ্রামের বাড়িতে।পীযূষের সফলতায় খুশী পরিবার, প্রতিবেশী সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *