দীঘাশীর্ষ খবর

চড়ক মেলা উপলক্ষে চন্দনেশ্বর মন্দিরে ভক্তদের আগমন শুরু

নিউজ বাংলা টুডে ডেক্স: করোনার গ্রাস কাটিয়ে তিন বছর পর আসন্ন চড়ক মেলা উপলক্ষে দিঘা উড়িষ্যা বর্ডার লাগোয়া চন্দনেশ্বর মন্দিরে ভক্তদের আগমন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির জন্য বিগত তিন বছর ধরে বন্ধ ছিলো এই চড়ক মেলা।এবছর আবার নতুন করে শুরু হচ্ছে চড়ক উৎসব। পর্যটক থেকে শুরু করে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন বলে জানালেন মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক তপন পন্ডা।

তিনি আরো বলেন বিভিন্ন রাজ্য থেকে বহু ভক্তরা এখানে আসেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্তবৃন্দ এখানে অর্ঘ্য দিতে আসেন। এবার বাঙ্গালীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পানীয় জল থেকে শুরু করে যাতায়াতের সুব্যবস্থা থাকছে। সেইসাথে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে।

এবারেও ভক্তদের প্রবেশ মূল্য হিসেবে পূর্বের ন্যায় দশ টাকা নির্ধারিত করা হয়েছে। মন্দিরে ফের চড়ক মেলা চালু হচ্ছে শুনে খুশি পর্যটকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *