আবহাওয়াদীঘাব্রেকিং নিউজ

ঘূর্ণিঝড় মোচা মোকাবিলায় দীঘায় শুরু হল বিশেষ মহড়া

নিউজ বাংলা টুডে ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোচা’মোকাবিলায় দীঘায় শুরু হল মহড়া আসন্ন ঘূর্ণিঝড়ের দরুণ সাধারণ মানুষকে সতর্ক করতে বিশেষ মহড়া হল শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। স্থানীয় জেলাশাসকের উপস্থিতিতে দমকল বিভাগ(Fire Brigade), স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর, আপৎকালীন দফতর সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা ও পুলিশ কর্মীরা দীর্ঘক্ষন ধরে মক ডিল করলেন।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর(Ramnagar) ১ নম্বর ব্লক আজকে মোথা ঝড়ের মহড়া প্রস্তুতি হলো তালগাছাড়ী ২ নম্বর পঞ্চায়েত অন্তর্গত চাঁদপুর আয়লা সেন্টারে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । রামনগর ১ নম্বর ব্লক সমষ্টি আধিকারিক লিপেন তালুকদার , ডিএসটির আধিকারিক মানস মন্ডল, মন্দারমনি থানার(Mondarmoni P.S.) ওসি, তালগাছাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা ও রামনগর ১ নম্বর ব্লক আধিকারিক।এছাড়া ছিলেন সমস্ত ডিপার্টমেন্টের কর্মীগণরা। যদি ঘূর্ণিঝড় (Cyclone)আসে সেক্ষেত্রে যদি ক্ষয়ক্ষতি হয় এবং কেউ আটকে পড়ে তাকে কিভাবে উদ্ধার করা হবে ও কিভাবে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তারপর চিকিৎসা কিভাবে করা হবে এবং তার পাশাপাশি গাছ ইত্যাদি ঝড়ে উপরে পড়লে সেগুলোকে অতি দ্রুত কেটে কিভাবে জনজীবন স্বাভাবিক করা হবে তার মহড়া এই দিন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *