Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

ঘরছাড়া বিজেপি পরিবারের সাথে দেখা করতে অগ্নিমিত্রা,তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি

নিউজ বাংলা লাইভ : রায়দিঘী ; দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘিতে বিজেপি করার অপরাধে দ্বীপের মতো চারিদিকে জলের ঘেরা ঘরবাড়ি , চলাচলের বাঁশের সাঁকো ভেঙে কাঁটা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে আটকে গৃহবন্দী করে রাখায় ঘর ছাড়া পাঁচ বিজেপি পরিবারের সঙ্গে সোমবার দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

তার আগে উত্তর কঙ্কনদিঘীর নিরঞ্জন সরদারের বাড়িতে দুপুরের আহার করেন। সেখান থেকে জটার দেউলের মন্দির দর্শন করেন। পরে ওই পাঁচ বিজেপি সমর্থক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডাক্তার ঘেরীর এলাকায় যান ও তাদের বক্তব্য শোনেন।সেখান থেকেই শাসকদলকে হুঁশিয়ারি দেন তিনি।বলেন বিজেপি করার অপরাধে যদি ঘরছাড়া বা গৃহবন্দী হতে হয় তাহলে তৃণমূল করার অপরাধেও ঘরছাড়া করবে বিজেপি দল।যেখানে বিজেপি আছে বেশী শাসক দলের সংখ্যা কম সেই এলাকায় ও এই ব্যবস্থা করা হবে।এলাকার মানুষের সঙ্গে কথা বলে হাইকোর্টের দ্বারস্থ হবার হুমকিও দেন তিনি। উল্লেখ্য গত কদিন আগে শাসক দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলা পর্যন্ত জলে নেবে জিনিসপত্র নিয়ে পরিবারের সঙ্গে অন্যত্র চলে গিয়েছে পাঁচটি পরিবার। বিজেপি করার অপরাধে তাদের এক ঘরে করে চলাচলের রাস্তা কাঁটা বেড়া দিয়ে ঘিরে দেওয়ারও অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। পানীয় জলের সংকট,বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে দুধের শিশু থেকে পরিবারের বৃদ্ধা মানুষজন।বাধ্য হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় ওই পাঁচটি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *