পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহলদিয়া

গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক, টেন্ডার দুর্নীতির অভিযোগ হলদিয়ার প্রাক্তন পুর-চেয়ারম্যানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া:টেন্ডার দুর্নীতি মামলায় যার নাম জড়িয়ে ছিল সেই শ্যামল আদক কে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করলো হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ । রবিবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। একসময় এই শ্যামল আদক নিখোঁজে থাকায হুলিয়া জারি করেছিল পুলিশ। পরবর্তীকালে কোর্টের রক্ষাকবচ থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি হলদিয়ার পুলিশ। কিন্তু সেই নিষেধাজ্ঞা তারিখ উত্তীর্ণ হয়ে যাওয়ায় পর গতকাল গভীর রাতে তাকে কলকাতায গ্রেফতার করা হয়। হাইকোর্টে রক্ষা কবজ থাকার সময় ভবানীপুর থানায় হাজিরা দেন। রাহুল পাণ্ডের নেতৃত্বে তাকে জেরা করা হয়। রক্ষাকবচ থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল রাতে শ্যামল আদক গ্রেফতার করে পুলিশ। পুলিস জানিয়েছে, সুতাহাটার ট্রেকার স্ট্যান্ড দুর্নীতি মামলাটি সম্প্রতি। হলদিয়া থেকে তমলুকে জেলার বিশেষ আদালতে সরানো হয়েছে। ওই আদালতেই প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্ট অর্থাৎ দুর্নীতি বিষয়ক মামলার বিচার হয়। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, সুতাহাটা ট্রেকার স্ট্যান্ড তৈরি নিয়ে ৫০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ হয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের একদিনের জেল হেফাজত হয়েছে। হলদিয়া মহকুমা আদালত আজ এই রায় দিয়েছে। উল্লেখ্য টেন্ডার দুর্নীতি কাণ্ডে শ্যামল আদক কে গতকাল রাতে সুতাহাটা থানা পুলিশ গ্রেফতার করে। আগামীকাল তাকে তমলুক আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *