ব্রেকিং নিউজমালদা

গ্রেপ্তার দুই ব্রাউন সুগার পাচারকারি! গোপন সূত্র ধেয়ে পাকড়াও রাজ্য পুলিশের

নিজস্ব প্রতিনিধি, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসটিএফ এর জালে দুই ব্রাউন সুগার পাচারকারী। ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ।

এসটিএফ সূত্রে খবর, চলতি মাসের ১২ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে মালদহের পুরাতন মালদা রেল স্টেশন সংলগ্ন দোহর ঘাট এলাকা থেকে তিনজন সন্দেহাজনকে আটক করে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসপিএফ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৬০ গ্রাম ব্রাউন সুগার। এরপরে ধৃতদের মালদা থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হলে ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় এই পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে।

এদিকে সেই মোতাবেক গোপন সূত্র মারফত গতকাল রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা এসটিএফ মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ থেকে ২ যুবককে গ্রেফতার করে। এরপরেই ধৃতদের মালদা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায় এবং বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। পাশাপাশি এই পাচার চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *