জেলাব্রেকিং নিউজমালদা

গ্রামে প্রাণঘাতি হামলা! হিংস্র শেয়াল দলের আক্রমণে গুরুতর জখম পাঁচ ভালুকাবাসি

নিউজ বাংলা টুডে ডেস্ক: আজ ভোরে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে হঠাৎই হিংস্রভাবে ছুটে আস্তে দেখা যায় একদল শেয়ালকে। নিত্য কাজে ব্যস্ত এলাকাবাসী খুব স্বাভাবিকভাবেই এমন ঘটনা রুখতে একেবারেই প্রস্তূত ছিলেন না। শিয়ালের দলের আকস্মিক হামলায় আতঙ্কিত হয়ে পড়ে কালিতলা গ্রামের মানুষ। দমকা আক্রমণ আটকাতে গেলে গুরুতর আহত হন পাঁচজন গ্রামবাসী। যদিও হামলার পরক্ষণেই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে। এরপরই গ্রামবাসীরা লাঠি সোটা হাতে ধেয়ে যান ওই শেয়ালের দলের দিকে , অবশেষে তাদের গ্রাম থেকে বহিষ্কৃত করতে সফল হন। জানা যায় আহত ৫ গ্রামবাসীকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করানো হয়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করা হয় বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে শিয়ালের কামড়ে আহত ওই পাঁচ গ্রামবাসীর কারোর চোখে, কারো গলায়, কারোর আবার আঙুলে কামড়ে দিয়েছে শেয়ালের দল। গোটা ঘটনার পর সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে ভালুকা এলাকায়। আক্রান্ত গ্রামবাসী বিশু রাম জানান, আজ সকালে তিনি এবং তার বাবা ঘুম থেকে উঠে গরুর পালদের খাবার দিচ্ছিলেন ঠিক সেই সময় বেশ কয়েকটি শিয়াল বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে হামলা চালায় তার বাবার উপর , পরে সেই হামলা আটকাতে গেলে তিনি নিজেও জখম হন। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রমনের সন্মুক্ষীন হন বিশু রাম। তিনি আরও বলেন, “বাবার চোখের উপর শিয়ালের কামড় দিয়েছে আমার দুটো আঙুলে শিয়াল আঁচড়ে দিয়েছে”।ঘটনার খবর কানে আসতেই এলাকায় উপস্থিত হন ভালুকা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী চন্দন সাহা। তিনি বলেন,” আজ ভোরবেলায় এলাকায় পাঁচ থেকে সাতটা শিয়ালের দল হামলা চালিয়েছিল। শুনতে পেলাম পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আমরা বনদপ্তরে খবর দিয়েছি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *