ঝাড়গ্রামস্বাস্থ্য

গ্রামাঞ্চলে শুরু হাম-রুবেলার টীকাকরন প্রচারাভিযান

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:গোপীবল্লভপুর ১ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে গ্রামে গ্রামে শুরু হল হাম – রুবেলা টীকাকরণ কর্মসূচির প্রচারাভিযান। আগামী ৯ই জানুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত চলবে এই টীকাকরণ কর্মসূচি। এই টীকাকরণ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের মধ্যে যে সকল শিশু, কিশোর-কিশোরীরা রয়েছে তারা সকলেই হাম-রুবেলার টীকা পাবে। শিশু, কিশোর -কিশোরীদের হাম, রুবেলা এবং জন্মগত রুবেলা সিন্ড্রোম থেকে সুরক্ষিত করতেই এই বিশেষ কর্মসূচি, এই উদ্দেশ্য নিয়েই স্বাস্থ্য কর্মীরা, আশা দিদিমণিরা, অঙ্গনওয়াড়ী কর্মীরা গ্রামে গ্রামে অভিভাবকদের সাথে আলোচনার সভার মাধ্যমে এই বিশেষ কর্মসূচির প্রচার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *