দার্জিলিংব্রেকিং নিউজ

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনের ফলাফল জেনে নিন।

স্বপন পাল, দার্জিলিং:-শিলিগুড়ি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনের ফলাফল আজ ঘোষণা হলো 45 টি আসনের সবকটি আসনের দুপুর 12 টার মধ্যে জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হলো। শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা কাজটি সম্পন্ন হয়।উল্লেখযোগ্যভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনিতা থাপা জয়ী হন কার্শিয়াং থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় তামাং দার্জিলিংয়ের ব্লুমফিল্ড ঋষি হাট থেকে বিজয়ী হন দার্জিলিং সদর তিন থেকে জয়ী হন অজয় এডোয়ার্ড হাম্র পার্টির তরফ থেকে। পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে বিজয়ীদের খবর পাওয়া যায় মিরিক সৌরিনীর ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অরুণ সিঙঙ্জি জয়ী হয়েছেন। বিজন বাড়ি রেলিং থেকে সতীশ পোখরেল জয়ী হয়েছেন। কালিংপং থেকে অনুপ ছেত্রী নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। অল ইন্ডিয়া গোর্খা ডেমোক্রেটিক ফন্টের প্রার্থী নর্দেন শেরপা জয়ী হয়েছেন। এখনো পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান কে হবেন তা ঠিক হয়নি তবে অনুমান করা হচ্ছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেস কোয়ালিসান সমঝোতা আসতে পারে পরে তারাই ঠিক করবে কে হবেন চেয়ারম্যান।অন্যদিকে শিলিগুড়ি সমতলের নিজাম তারা ফাঁসিদেওয়া অঞ্চলে বিজেপি 14 টি আসন তারা নিজের দখলে রেখেছে বলে জানা গেছে পরে তারা একটি বিজয় মিছিল বার করে নিলাম তার অঞ্চল। সকালে প্রবল বৃষ্টির জন্য ভোট গণনা অনেকটা পিছিয়ে যায় শিলিগুড়ির মহকুমা পরিষদের বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *