কাঁথিজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

গোপালপুরে রক্তদান শিবির ::

নিজস্ব প্রতিনিধি , কাঁথি :: রক্তদান মহৎ দান – “স্বেচ্ছায় রক্তদান শিবির” –
” বিন্দুতে বিন্দুতে হোক জয় রক্তের বন্ধনে বেঁধে হোক মানবতার জয়”
আজ ১৫/০২/২২ মঙ্গলবার কাজলা জনকল্যাণ সমিতি ও কাঁথি ৩ ব্লকের অন্তর্গত লাউদা গ্রাম পঞ্চায়েত এবং আশা, বন্দনা , বসুন্ধরা গুচ্ছ সমিতি ব্যবস্থাপনায় ও উদ্যোগে এবং কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের পরিচালনায় গোপালপুর তরুণ সংঘ তে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতা রানি সাউ, সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ,কাঁথি ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার শ্রীমতি স্বর্ণালী পাল, লাউদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ চন্দ্র জানা, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামল দাস, কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান, পঞ্চায়েতের সদস্য ও সমাজসেবী সৌমেন জানা, সুখেন্দু বারিক প্রমুখ ।এই রক্তদান শিবিরে মোট ৬৫ জন রক্তদাতা রক্তদান করলো। আজকের এই শিবিরের উদ্বোধক বিধায়ক উত্তম বারিক বলেন কাঁথি মহকুমা যারা রক্ত সংগ্রহ করতে এসেছেন যে সকল আধিকারিক গণ , স্বেচ্ছায় রক্তদান শিবিরে যারা নিজেদের রক্তদান করে একটি মুমূর্ষু রোগীকে মৃত্যুর কবর থেকে বাঁচানোর চেষ্টা করে এবং যারা আয়োজক তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ও পশ্চিমবঙ্গ বিধান সভার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিবেদন করেন। আপনারা একটি তাৎপর্যপূর্ণ পবিত্র সন্ধিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার জন্য বিশ্ব মহামারী করোনা সবাই থেকে সংক্রমণ ছড়াতে পারে যেভাবে স্বেচ্ছায় রক্ত দাতাগণ তাদের পরিমাণের সংখ্যা কমিয়েছেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন সে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সংখ্যাও কমেছে। তাই প্রত্যেকটি রক্ত সংরক্ষণের রক্তের ঘাটতি চলছে, গত কয়েকদিন আগে কাঁথি, তমলুক, হলদিয়া, এগ্রা, মহাকুমা য় রক্তের সংকট চলছিল এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন শিবির করে রক্তের ঘাটতি মিটিয়েছেন। কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা মহাশয় বলেন মুমুর্ষ রোগীকে অর্থাৎ মৃত্যুপথযাত্রী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যারা তাদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তাদের প্রত্যেককে কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন জানান।এই শিবিরটি পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *