দীঘাপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

গরমের ছুটি পড়তেই দীঘায় উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিনিধি, দীঘা: বাংলার পর্যটন মানচিত্রে দীঘা একটি বিশেষ নাম। সেই দীঘায় বাড়ছে পর্যটকদের আনাগোনা সংখ্যা। আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলিতে তিল ধারনের জায়গা থাকেনা। সদ্য গিয়েছে পবিত্র ঈদ। তিন দিনের ছুটির পাশাপাশি টানা গরমের ছুটি স্কুল কলেজ। ফলে ভ্রমণ পিপাসুদের কাছে কাছেপিঠে ঘুরে আসার মোক্ষম সময় হয়ে উঠেছে। শুক্রবার থেকে দিঘায় টানা ৯৯ শতাংশ হোটেল বুকিং হয়েছে বলে জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ।

সরকারি বেসরকারি সব হোটেলের একই অবস্থা। তাপপ্রবাহ কিছুটা কমেছে। ফলে দীঘার মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সাথে সময় কাটাতে দেরি করতে চাইছে না পর্যটকরা। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা কয়েকশ গুন বেড়ে যায়।

সদ্য শেষ হয়েছে ঈদ। তার পর টানা ছুটি, স্কুল কলেজে পড়েছে টানা ছুটি৷ ফলে দীঘায় আসছেন পর্যটকরা। আগে যেখানে একদিন, দুদিনের বুকিং হতো এখন দেখা যাচ্ছে টানা ৪/৫ দিনের বুকিং হচ্ছে।কিছুদিন আগে তাপপ্রবাহের কারনে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম ছিলো। আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *