রাজ্যশীর্ষ খবর

গঙ্গার বুকে জেগে ওঠা অধিবাসীদের বিভিন্ন সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে উদ্যোগী রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: গঙ্গার বুকে জেগে ওঠা চরের অধিবাসীদের বিভিন্ন সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবার সুযোগ দিতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এজন্য জনবসতি বিশিষ্ট চরগুলির সমীক্ষা শুরু করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মালদা জেলায় গঙ্গার বুকে মোট ২৬টি চর জেগে উঠেছে। এই ২৬ টি চরের মধ্যে ছটি চরে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস রয়েছে। প্রথম পর্যায়ে এই ছটি চরের সমীক্ষার কাজ শুরু হয়েছে । নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বাংলা ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গার বুকে জেগে ওঠা চরের মালিকা নিয়ে দুই রাজ্যের মতভেদ রয়েছে। সেই বিবাদের মীমাংসা না হওয়া পর্যন্ত জমির মালিকানা সত্ত্ব প্রদান করা সম্ভব নয়। তবে সেখানকার বাসিন্দাদের এ রাজ্যের বাসিন্দা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। তার জন্যই ৬টি চরে সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষার পরে সেখানকার বাসিন্দারা স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী রূপশ্রী, সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন। তাদের ১০০ দিনের কাজ আবাস যোজনার মত কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *