মালদা

খেলনা বন্দুক আনতে গিয়ে জেলে ঠাঁই হলো বাবার

ছেলের আবদারে একটা আস্ত এয়ারগান নিয়ে উপস্থিত হলেন বাবা কিন্তু শেষ পর্যন্ত পড়তে হল পুলিশের খপপরে। মালদহের নাকা চেক পয়েন্টে চলছে বিশেষ নিরাপত্তা। আর সেই নিরাপত্তার বলয় টপকে ছেলের জন্য এয়ারগান আনতে গিয়ে ফেশাদে পড়লেন বাবা।

ছেলের আবার খেলাধুলা নয় পাখি মারার শখ। তাইতো বাবার কাছে আবদার করেছিল একটা পাখি মারা বন্দুক এনে দেওয়ার জন্য। বাংলায় কোথাও না পেয়ে শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রাজ্য বিহারে গিয়ে ছেলের অভিষ্ট পূরণ করে ফিরছিলেন বাবা, কিন্তু কার্যসিদ্ধি হল না। বাংলা বিহার সীমান্তে নাকা পয়েন্ট পার করতে গিয়ে পড়তে হল পুলিশের নজরে। অস্ত্র আইনে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি এরপর তার ঠাঁই হলো শ্রীগরে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আব্দুল কাদির তার বাড়ি বাংলাভিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা চন্ডিপুর এলাকায়।

গাড়ি তল্লাশি করছিলেন পুলিশকর্মীরা সেই সময় একটি অটোতে লম্বা এয়ারগান নজরে আসে পুলিশের। ওই এয়ারগানের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত ব্যক্তি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *