দীঘাপূর্ব মেদিনীপুরবিনোদন

খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দীঘায় সচেতনতা শিবির।

নিজস্ব প্রতিনিধি, দীঘা:-খাদ্য সুরক্ষা দিবস পালিত হল দীঘায়। রামনগর ১ ব্লক প্রশাসন এবং দীঘা ও দীঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে সৈকত পরিক্রমা করে সচেতনতা মিছিল। তাতে অংশগ্রহণ করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা খাদ্য সুরক্ষা দপ্তরের অধিকারিকগণ এবং ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় ও সংশ্লিস্ট দুই থানার কর্মীরা।ওল্ড দিঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত সরণি পরিক্রমা করে মিছিল শেষ হয় নিউ দীঘায়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা পুলিশ নিয়ে সৈকতের বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে গিয়ে খাদ্যের গুণগতমান পরীক্ষা করেন।খাদ্য সুরক্ষা আধিকারিক রণিতা সরকার বলেন, ‘মূলত স্ট্রিটফুটের গুণগত মান পরীক্ষা করা হল। খাদ্য সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে প্রত্যেককে। দীঘার পর মন্দারমণিতে এ ধরণের কর্মসূচি পালন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *