জেলানন্দকুমারপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

খঞ্চি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার : দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ নবমী। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বান। দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। 14 তম বর্ষে পা দিল খঞ্চির সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। নবমীর সকালে কুমারী পুজো করা হয়। এই পূজো উপলক্ষে খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় কন্টাই ব্লাড ব্যাঙ্ক এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন। আজ এই শিবিরে রক্তদাতা সংখ্যা ছিল 112জন এবং চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেয় 242 জন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চোখের চিকিৎসা করান দুঃস্থ থেকে সাধারণ মানুষজন। এই ধরনের উদ্যোগ এবং বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *