পশ্চিম মেদিনীপুরবিনোদন

ক্রিসমাসের আগে সেজে উঠেছে কেশিয়াড়ীর বিভিন্ন পর্যটন স্থান

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ী:-মাঝে মাত্র আর একটি দিন তারপর ২৫শে ডিসেম্বর অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন আর এই দিনটি খ্রিস্টান ধর্মালম্বীণ মানুষদের কাছে সব থেকে বড় দিন। প্রভু যীশুর জন্মদিনটিকে তাই এরা বড়দিন হিসাবে পালন করে থাকেন। তবে এই দিনটিতে শুধুমাত্র খ্রিস্টান ধর্মালম্বিন মানুষেরা নয় সমগ্র ধর্মের মানুষ মেতে ওঠেন আনন্দে। আবার তার কয়েক দিন বাদে চলতি সাল অর্থাৎ পুরোনো বছর পেরিয়ে নতুন বছর পদার্পণের সময় আসন্ন। তাই মূলত এই ডিসেম্বর মাস সেইসঙ্গে ২৫ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই দুটি দিন বিশেষভাবে আনন্দ করে থাকে প্রায় সমগ্র মানুষ।

আসন্ন ২৫ ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি উপলক্ষে এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বিভিন্ন পর্যটন স্থান গুলি সেজে উঠেছে। গত কয়েক বছরে গড়ে ওঠা কেশিয়াড়ির প্রত্যুষা পার্কও সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে। এবং আগামী ২৫শে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত কেশিয়াড়ি এলাকার সমগ্র প্রাথমিক স্কুলের ছাত্রদের জন্য থাকছে বিশেষ ছাড়। অপরদিকে গত কয়েক বছর করনা পরিস্থিত পেরিয়ে নতুন করে এবছর এই পার্কে ভিড় জমাবেন পর্যটররা বলে আশাবাদী এই পার্কের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীরা। সব মিলিয়ে আসন্ন ২৫ ডিসেম্বর এবং পহেলা জানুয়ারির মধ্যে পর্যটনের জন্য এখন থেকে সেজে উঠছে কেশিয়াড়ি এলাকার বিভিন্ন পর্যটন স্থানগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *