কোলাঘাটব্রেকিং নিউজ

কোলাঘাটে একাধিক দুর্নীতির প্রতিবাদে লোকাল কংগ্রেস কমিটির নেতৃত্ব ও কর্মীরা কোলাঘাটের পথ অবরোধ করলেন।

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: কোলাঘাটে একাধিক দুর্নীতির প্রতিবাদে লোকাল কংগ্রেস কমিটির নেতৃত্ব ও কর্মীরা কোলাঘাটের পথ অবরোধ করে , পথে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি ১) দেনান বাজার হইতে কোলাঘাট জলপ্রকল্প পর্যন্ত মাষ্টার প্লান করে আধুনিক প্রযুক্তি মাধ্যমে করে কংক্রিটের নদীর বাঁধ নির্মাণ করতে হবে।২) কোলাঘাট রেল স্টেশন হইতে কোলাঘাট বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তা সংস্কার, সম্প্রসারন ও পূনর্বাসনের দাবিতে৩) কোলাঘাট জলপ্রকল্প অবৈধভাবে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ বাতিল করে স্থানীয় বেকার যুবকদের চাকরি দিতে হবে৪) কোলাঘাটে একাধিক ভূয়া ডাক্তার চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি৫) বিদ্যুৎ দফতরের পাঁশকূড়া স্টেশন ম্যানেজার যে ভাবে শাসকদলের সহযোগিতার সাংবাদিক হুমকি ও হেনস্থা করেছে তাকে ক্ষমা চাইতে হবে ও তদন্ত করে শাস্তি দিতে হবে।যদিও এই সমস্ত সমস্যার মধ্যে মূল সমস্যা ছিল তাঁদের, রূপনারায়ণ নদ তা কিন্তু দিনে দিনে আজ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই ভয়ঙ্কর রূপ নিতে গিয়ে দেখা গিয়েছে যে নদীর পাড়, অর্থাৎ কোলাঘাটের দেনান গ্রাম থেকে কোলাঘাটের জল প্রকল্প পর্যন্ত যে মূল রাস্তাটি রয়েছে, সেই রাস্তার উপর দিয়ে প্রত্যহ হাজারো মানুষের যাতায়াত। কিন্তু কোলাঘাটের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও রুপনারায়ন নদের ভয়ঙ্কর বাঁধ ভাঙনের ফলে কোলাঘাটের দেনানের এর কাছে পিচ রাস্তাটি সম্পূর্ণ ধসে পড়ে। এরপর বন্ধ হয়ে যায় পাঁচ থেকে সাতটি গ্রামের সাথে কোলাঘাট বাজারের যোগাযোগ ব্যবস্থা। এর ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে কোলাঘাটবাসিকে। কিন্তু এই সমস্যার সমাধানের দাবি নিয়ে কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন বেশ কয়েকবার প্রশাসন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এমনকি সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, তিনিও নদীর ভাঙ্গন পরিস্থিতিও পরিদর্শন করে যান। কিন্তু এর পরেও কোনরকম সুরাহা মিলেনি। তাই তাঁরা আজ কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের সামনে মূল রাস্তা অবরোধ করে এক ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। যদিও এ বিক্ষোভ কোলাঘাটের পুলিশ প্রশাসনের তৎপরতায় তুলে নেওয়া হয়। তবে কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন জানান এ বিক্ষোভেও প্রশাসনের যদি ঘুম না ভাঙ্গে তাহলে আগামী দিনে আরও হাজারো হাজারো মানুষের সমাগম করে বৃহত্তর আন্দোলনে নামবো। এদিন তিনি এমনটাই প্রশাসনকে হুঁশিয়ারি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *