Breakingকোলাঘাটব্রেকিং নিউজরাজনীতি

কোলাঘাটের পাইকপাড়ি গ্রামে নির্বাচনে প্রচারে এগিয়ে তৃনমূল দুই মহিলা প্রার্থী

নিউজ বাংলা লাইভ : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে ততই প্রচারের উত্তাপ বাড়ছে সর্বত্র।এরকমই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পাইকপাড়ি গ্রামের ১০৮ ও ১০৯ নম্বর বুথের প্রচার রীতিমতো তুঙ্গে।এখানে প্রধানত লড়ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম ও নির্দল প্রার্থীরা।তবে নির্বাচনী প্রচারে এগিয়ে রয়েছে দুই বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি মিত্র ও বন্দনা জানা।গত কয়েকদিন ধরে পাইকপাড়ি গ্রামের ১০৮ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী মিত্র

ও ১০৯ নম্বর বুথের বন্দনা জানা

দুই প্রার্থীই বাড়িবাড়ি গিয়ে প্রচার সারছেন।ফেস্টন,দেওয়াল লেখনের পাশাপাশি বাড়িবাড়ি গিয়ে জনসংযোগকেই গুরুত্ব দিচ্ছেন দুই প্রার্থী।দুই প্রার্থীই জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তৃণমূলকেই মানুষ পঞ্চায়েত নির্বাচনেও ভরসা করছে।এই বুথে বিজেপি,সিপিএম ও নির্দল প্রার্থীদের কোন প্রভাবই পড়বে না বলে জানান তৃণমূলের দুই প্রার্থী।কোলা ২ গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পাইকপাড়ি গ্রামের দুটি আসনই তৃণমূলের দখলে থাকবে বলেই আশাপ্রকাশ করেন স্থানীয় নেতৃত্ব সহ দুই প্রার্থী কাকলী মিত্র ও বন্দনা জানা।দুই বুথের দুই তৃণমূল প্রার্থী এখন নাওয়া- খাওয়া একপ্রকার বন্ধ করেই মানুষের আশীর্বাদ পেতেই বেরিয়ে পড়ছেন জনতার দরবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *