ব্রেকিং নিউজ

কোভিড বিধি মেনে স্কুল খোলার পক্ষে সওয়াল শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি,কোভিড বিধি মেনে স্কুল খোলার পক্ষে সওয়াল শুভেন্দুর, “মদ দোকান-বার-রেষ্টুরেন্ট-পার্লারে করোনা নেই, শুধু স্কুলেই করোনা ঘুরছে” : শুভেন্দু

নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর : রাজ্য জুড়ে দ্রুত স্কুল খোলার দাবী জানিয়ে সম্প্রতি মামলা হয়েছে কলকাতা উচ্চ আদালতে।

এবার স্কুল খোলার দাবীতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের বিরুলিয়ায় জনসভায় এসে ছাত্রছাত্রীদের পক্ষে সওয়াল করেন তিনি।

শুভেন্দুর মতে, “সরকার বাহাদূরের কাছে আবেদন করব, গ্রামের গরীব ছাত্রছাত্রীদের কথা ভেবে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন এবং কোভিড বিধি মেনে দ্রুত স্কুল খুলবেন”।

রাজ্যসরকারের উদ্দেশ্যে শুভেন্দুর কটুক্তি, “এই রাজ্যে মদ দোকান, পার্লার, বিউটি পার্লার, সেলুন খোলা। সেখানে কোভিড দেখা যায় না। কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে। এভাবে গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে। ছাত্রছাত্রীরা বলছে তাঁরা সব ভুলে গেছে। গরীব ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে স্কুল খোলা হোক”।

এরই পাশাপাশি শুভেন্দুর খেদ, “এই রাজ্যে একটা প্রজন্ম চাকরীর আশায় বসে থেকে শেষ হয়ে গেছে। ২০১৪ সালে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ২ লক্ষ পিটিটিআই পাশ করে বসে আছে। এবার আরও একটা প্রজন্মকে দু’বছর ধরে পড়াশোনা বন্ধ রেখে শেষ করে দেওয়া হচ্ছে।

এখনি এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে গোটা প্রজন্মের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে” বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *