দার্জিলিংব্রেকিং নিউজ

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে সারা দেশের পাশাপাশি উত্তপ্ত শিলিগুড়ি।

স্বপন পাল, দার্জিলিং:-কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে সারাদেশে উত্তপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি আজঅশান্ত শিলিগুড়ি। হাজার হাজার যুবক নেমে পড়েছে পথে অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে নিয়োগের নতুন নীতির প্রতিবাদে শামিল হয়েছে তারা।অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জের।যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল।শেষ সময়ে ট্রেনগুলি বাতিল হওয়ায় হয়রানি বাড়ল যাত্রীদের।ইস্ট-সেন্ট্রাল রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পরই ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে,অবোধ অসম এক্সপ্রেস,মহানন্দা এক্সপ্রেস,নর্থ-ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।পাশাপাশি ১৫৪৮৩ আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস,১৫৯০৯ ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস,১২৫০৫ কামক্ষ্যা আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে।১২৫০৮ শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।এছাড়াও শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে গুয়াহাটি থেকে কামাক্ষ্যা হয়ে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বঙ্গাইগাঁও দিয়ে পরিচালনা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *