ব্রেকিং নিউজমালদা

কেন্দ্রীয় সরকারের জল শক্তি অভিযানের কর্মসূচির অন্তর্গত কৃষিতে জল সংরক্ষণ এবং বৃষ্টির জল সংরক্ষনের সচেতনা মিশন শুরু হল মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রতে।

পার্থ ঝা,মালদহ:-মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র ,রতুয়ায় ৯ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হলো জল শক্তি অভিযান যার প্রাথমিক উদ্যেশ্য হলো কৃষিতে জল সংরক্ষন এবং বৃষ্টির জল সংরক্ষন সমন্ধে কৃষক সমাজের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন। রতুয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে ত্রিশ জন প্রগতিশীল কৃষক কে এই কর্মসূচি আমন্ত্রণ জানানো হয়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কৃষক দের কৃষিতে বিভিন্ন জল সংরক্ষণের নতুন প্রযুক্তি সমন্ধে আলোকপাত করেন এবং বৃষ্টির জল সংরক্ষণ করে কিভাবে কৃষিতে ব্যবহার করা যেতে পারে। মালদা কেভিকে এর সিনিয়র সায়েন্টিস্ট এন্ড হেড ডক্টর রাকেশ রায়, বলেন যে “আবহাওয়ার পরিবর্তনের জন্য মালদা জেলায় সময় মত বৃষ্টি না হবার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারনে ফোয়ারা এবং বিন্দু সেচের মাধ্যমে আমরা ফসল বাঁচাতে পারবো এবং জল সংরক্ষন করতে পারবো”।শস্য বিজ্ঞানী ডক্টর ভবানী দাস এবং শস্য সুরক্ষা বিজ্ঞানী ডক্টর পারমিতা দাস, কৃষক দের কেভিকে ফার্মের বৃষ্টির জল সংরক্ষন প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী ক্ষেত্র নিয়ে গিয়ে পরিদর্শন করান।এই অনুষ্ঠানের শেষে ফার্ম ম্যানেজার ডক্টর বঙ্কিম চন্দ্র রুদ্র এবং সম্প্রসারণ বিদ ডক্টর ভিক্টর সরকার কৃষকদের কে জল সংরক্ষণ এর গুরুত্ব এবং কম জল প্রয়জনীয় ফসল চাষ করতে যেমন, বাজরা,ভুট্টা এবং কলাই চাষের পরামর্শ দেন এবং কৃষক কে কেভিকের ফার্মে এই ফসলের জমি পরিদর্শন করান। রুকুন্দিপুর গ্রামের প্রগতিশীল চাষি হাবিব বলেন,”যে জল সংরক্ষন সমন্ধে যেই সব প্রযুক্তি আমরা কেভিকে থেকে শিখেছি সেই গুলো আমরা ব্যাবহারিক জীবনে এবং আমাদের জমিতে প্রয়োগ করার যথা সম্ভব চেষ্টা করবো তার সঙ্গে অন্যান্য কৃষক ভাইদের এই তথ্য ছড়িয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *