মালদাশীর্ষ খবর

কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল মালদার কালিয়াচকে

নিউজ বাংলা টুডে ডেস্ক: কেন্দ্রীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল আজ মালদার কালিয়াচকে, নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান। কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেছেন, নির্যাতিতার পরিবারবর্গ, পুলিশের সঙ্গে তাঁর কথোপকথন এবং পোস্টমর্টেম রিপোর্ট, পৃথক তথ্য বহন করছে। কারণ, পোস্টমর্টেম রিপোর্ট ঠিকঠাক ভাবে তৈরি করা হয়নি।

কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এক বৈঠক করেন। জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক সহ ম্যাজিস্টেট পর্যায়ে কোন আধিকারিক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শ্রী কানুনগো।

রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে রিপোর্ট দেবেন বলেও তিনি জানিয়েছেন।অন্যদিকে, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দলও আজ সেখানে যান। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও লীনা গঙ্গোপাধ্যায় ঐ প্রতিনিধি দলে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *