শীর্ষ খবর

কেন্দ্রীয় বাহিনীর সাহায্য না নিলে শিক্ষক ও সরকারি কর্মীরা, পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজে অংশ নেবে না : সংগ্রামী যৌথ মঞ্চ

নিউজ বাংলা লাইভ: কেন্দ্রীয় বাহিনীর সাহায্য না নিলে শিক্ষক ও সরকারি কর্মীরা, পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজে অংশ নেবে না বলে সংগ্রামী যৌথ মঞ্চ-এর পক্ষ থেকে আজ রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়। যৌথ মঞ্চের তরফে এক প্রতিনিধি দল গতকাল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে যুগ্ম সচিবের সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। পরে মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ভোটকর্মী ও সাধারন মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশকে কাজ করতে দিতে হবে বলে তাদের তরফে দাবি জানান হয়েছে।এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন- সংগ্রামী যৌথ মঞ্চ, পঞ্চায়েত ভোট নিয়ে যে নিরাপত্তার অভাবের কথা বলেছে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তা খারিজ করে দিয়েছেন। পুরভবনে তিনি সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীরা নিরাপত্তার অভাবে ভোটের কাজে যেতে চাইছে না, তাঁর কাছে এমন কোনো খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *