জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়নারাজনীতি

“কৃষি বাঁচাও কৃষক বাঁচাও” সমর্থনে বিজেপির ময়না BDO অফিসে MLA আশোক দিন্ডার নেহত্বে বিক্ষোপ ও ডেপুটেশন কর্মসূচী

কৃষকদের স্বার্থে বিঘা প্রতি প্যাকেজ ঘোষণা ও কৃষি ঋন মুকুব সহ একাধিক দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আজ ময়না ব্লকে নবনির্বাচিত রাজ্য সম্পাদক তথা ময়নার বিধায়ক আশোক দিন্ডার নেতৃত্বে BDO অফিসে ধর্না, বিক্ষোপ ও ডেপুটেশন কর্মসূচী গ্রহন হয়। ময়নার কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্বারকলিপি ময়নার BDO রাজীব সর্দারের হাতে তুলে দেন ময়নার বিধায়ক আশোক দিন্ডা ৷ তিনি বলেন কৃষকদের উপর যে অন্যায় অত্যাচার চলছে তা বন্ধ করতে হবে, কম পয়সায় কৃষকদের হাতে , সার, কীটনাশক, ঔষধ দিতে হবে ৷ কৃষদের ইলেকট্রিক বিল শূন্য করতে হবে ৷ যেসব জায়গায় কৃষকরা আত্মহত্যা করেছে তাদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ কিছুদিন আগে মরনাতে অতি বৃষ্টিতে , পান , মাছ চাষে বিপুল ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ কৃষকদের দিতে হবে। ময়নার খালগুলির দ্রুত সংস্কার করতে হবে এই ব্যাপারে তিনি ময়নার BDO সাহেবকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *