জেলাব্রেকিং নিউজ

কৃষি আইন প্রত্যাহার, বিদ্যুৎ বিল ২০২০ বাতিল এর দাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ কিসান ক্ষেতমজুর সংগঠনের

নিজস্ব প্রতিনিধি :: তিনটি কৃষি আইন প্রত্যাহার, বিদ্যুৎ বিল ২০২০ বাতিল,  সমস্ত কৃষিপণ্যের নূন্যতম সহায়ক মূল্য আইনসঙ্গত করার দাবী সহ  জানিয়ে মোদীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানালো সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন। শুক্রবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের কানপুরে মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। কৃষি আইনের বিরোধিতা সহ উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তার উপর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান সংগঠনের কর্মী সমর্থকেরা। আগামী ২৬ শে অক্টোবর জাঠা মিছিলের  ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সেইমতো যতদিন না কৃষি আইন প্রত্যাহার হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে।  প্রসঙ্গত বিগত  ১১ মাস ধরে দিল্লীর সিংঘু বর্ডারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে কৃষকেরা। সেই আন্দোলনকে সংহতি জানিয়ে কৃষক আন্দোলনকে আরও মজবুত করার লক্ষ্যে কৃষি আইন ও বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে এদিনের কর্মসূচি বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন স্নেহাশীষ আইচ , ফটিক বেরা, শম্ভু গুড়িয়া, মানস বেরা সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *