Breakingনিমতৌড়ি

কুস্তিগীরীদের ঐতিহাসিক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন অনুষ্ঠান

নিউজ বাংলা লাইভ: প্রগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া (PCAI )পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আজ নিমতৌড়ি মোড়ে এক সঙ্গতি জ্ঞাপন অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

দিল্লিতে কুস্তিগীরদের ওপর অমানবিক যৌণ নির্যাতনের প্রতিবাদে যে ঐতিহাসিক আন্দোলন চলছে তার প্রতি সংগতি জানিয়ে আজ এই সভায় বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের এই গান, আবৃত্তি,কথার মধ্য দিয়ে প্রতিবাদ ধ্বনিত করেন এবং এই ঐতিহাসিক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার Parai, সঞ্চালনা করেন অনুপ মাইতি, বক্তব্য রাখছেন মঞ্জুশ্রী মাইতি প্রমুখ ।

PCAI এর পূর্ব মেদিনীপুর জেলা আহায়ক মঞ্জুশ্রী মাইতি বলেন – “PCAI দেশ জুড়ে অন্যায়,অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে সংগীত আবৃত্তি ও লেখার মধ্য দিয়ে প্রতিবাদ গড়ে তোলার অন্যতম সংগঠন।দিল্লির কুস্তিগীরদের এই আক্রমণ শুধু না সমাজের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে শিল্প সৃষ্টির মধ্য দিয়ে আমরা প্রতিবাদ চালিয়ে যেতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *