Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

কুলবেড়্যা সুরসঙ্গমে পূজিত হলো অষ্টলক্ষী

নিউজ বাংলা লাইভ : লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী।সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে।কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন তিনি।আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। ধন,যশ,খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। প্রতি বছরের ন্যায় এবছর সুরসঙ্গম পরিবার আয়োজন করতে চলেছে লক্ষ্মীর দেবীর আরাধনা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কুলবেড়্যা সুরসঙ্গম ক্লাব। এবছরের পূজা ৩৪ তম বর্ষে পদার্পণ করেছে। আর নয় যুদ্ধ শান্তির বার্তা নিয়ে এলো বুদ্ধ এ বছর তাদের থিম।

এ বছর বিশেষ আকর্ষণ অষ্টলক্ষী,যা লক্ষ্মীর আটটি রূপ।শনিবার থেকে পূজো শুরু হলেও,মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেলার শুভ উদ্বোধন,এদিন বিকেলে মায়াপুর ইসকনের ভক্তদের দ্বারা একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা কুলবেড়্যা ভীম মন্দির থেকে শুরু করে নিমতৌড়ি কালী মন্দির  হয়ে পূজা মন্ডপে ফিরে আসে।এরপর সন্ধ্যায় পুজো মন্ডপের শুভ উদ্বোধন করেন মন্ত্রী অখিল গিরি,উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমের কুমার মহাপাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ‌।মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন থাকছে নানা ধরনের সন্ধ্যাকালিন অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *