তমলুকপূর্ব মেদিনীপুর

কুলবেড়্যা শ্রী শ্রী ভীম দেব ঠাকুর জিউর পুজো ও মেলা উৎসব শুরু হল।

পূর্ব মেদিনীপুর: আজ ভিম একাদশী, এই তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত কুলবেড়্যা গ্রামবাসীদের পরিচালনায় আজ থেকে শুরু হলো শ্রী শ্রী ভিমদেব ঠাকুর জিউর পুজো ও মেলা উৎসব। জানা যায় এই গ্রামের এই পুজো ও মেলা এ বছর ১২৮ তম বর্ষে পদার্পণ করল।

এই বছর এই পুজো ও মেলা চলবে ২০-২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই পুজোকে কেন্দ্র করে কয়েক দিন ধরে থাকছে নানাবিধ সংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান। এই পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গেছে ভীম দেবের গলায় কয়েক হাজার টাকার মালা ও বড় বড় বাতাসা দিয়ে তৈরি মালা। আজ সকাল থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *