পটাশপুরপূর্ব মেদিনীপুর

কুলবেড়িয়া প্রাথমিক বিদ‍্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের চকভবানী কুলবেড়িয়া প্রাথমিক বিদ‍্যালয়ের পরিচালনায় শনিবার বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল।প্রান্তিক এলাকায় স্কুল টি হওয়ায় স্থাপিত হওয়ার পর থেকে ৬৫ বছর পর এবছর এই প্রথম স্কুলের প্রধান শিক্ষক অলোক কুমার প্রামানিক ও সহ শিক্ষক মন্ডলি অনুপ করন ও দেবকুমার সাউ এর তৎপরতায় এই স্কুলে এই রকম অনুষ্ঠান উদযাপন হল। ফলে খুশি ছাত্র ছাত্রী থেকে অভিভাবক ও এলাকার মানুষ। স্কুলে পক্ষ থেকে ছাত্র ছাত্রিদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্কুলের প্রতিটি শ্রেণির বার্ষিক পরিক্ষার ফলাফল অনুসারে প্রথম,দ্বিতৃয় ও তৃতীয় ছাত্র ছাত্রীদের মেধা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও চক্রকিড়ায় জিবনাস্টিকে প্রথম হওয়া এই স্কুলের ছাত্র বিনায়ক ভূইয়াকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। এদিন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ মানব পড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি,ওই স্কুলের প্রধান শিক্ষক অলোক কুমার প্রামানিক, স্কুলের সহ শিক্ষক অনুপম করন, সহ শিক্ষক দেব কুমার সাউ, লক্ষন ভূইয়া, মন্টু কুমার বিশাই, পঞ্চানন নায়ক, বঙ্কিম সামন্ত ,সিকান্ত ভূইয়া প্রমুখ।এদিন সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক উসাকান্ত গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *