Breakingব্রেকিং নিউজমহিষাদলশীর্ষ খবর

কায়তান স্পর্শ জল খেলেই সেরে যায় রোগ!

নিউজ বাংলা লাইভ : পূর্ব মেদিনীপুরের মহিষাদল এর কেশবপুরের মাইতি পরিবারের প্রায় ৩৫০ বছরের পুরনো পুজোকে ঘিরে মেতে ওঠেন কয়েক হাজার মানুষ। মানুষের বিশ্বাস সংরক্ষিত কায়তান স্পর্শ জল খেলে সমস্ত রোগ সেরে যায়, সমস্ত মনবাঞ্ছনা পূর্ণ হয়। দূর দূরান্ত থেকে লোক আসেন সেই বিশ্বাস থেকেই। কেশবপুরের মাইতি পরিবারে দুর্গাপূজা প্রায় ৩৫০ বছরের পুরনো। প্রথমে হতো ঘট পুজা, কিছু বছর ঘট পুজো হওয়ার পরে কুল-পুরহীত স্বপ্নাদেশ পান রূপনারায়ণ নদের সাথে সংযুক্ত একটি খাল গেছে ওই মন্দিরের পাশ দিয়ে। এবং ওই নদীর পাশে একটি গাছে কাঠামো এবং কায়তান আটকে রয়েছে। সেই দিন থেকে ওই একই কাঠামোয় পুজো হয়ে আসছে। শুধু পুজোর দিন নয়, অন্যান্য বাকি দিনগুলোতেও দূর দূরান্ত থেকে লোক আছেন কায়তান স্পর্শ জল খাওয়ার জন্য।

বর্তমান সময় 12 টি পরিবার মিলে এই পুজোর খরচ সামলান। অষ্টমীর দিন প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকের ভিড় হয় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এক কথায় পুরনো অভিযোজ্য না থাকলেও ভক্তির মিছিলে আজও অনন্য মহিষাদল এর কেশবপুরের মাইতি বাড়ির পুজো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *