Evergreenকলকাতাস্পেশাল

কল্পনার জগতে কল্পনা মন্ডল এর বাস ড্রাইভারি।

কলকাতা :কথায় বলে -যে রাধে সে চুল বাঁধে। এই ধারণাকে পাশ কাটিয়ে, আমাদের কল্পনার জগতে নিয়ে গেছে ‘রক্ত মাংসের’ মানুষ কল্পনা মন্ডল।যে আজ বাসের চালকের আসনে বসে, স্টিয়ারিং হাতে প্রত্যেকদিন কলকাতার পথে বাস চালিয়ে, অগণিত মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছেন । ছোটবেলা থেকে মেয়ের বাস চালানোর সুপ্ত বাসনা কে দমিয়ে দেননি বাবা সুভাষ মন্ডল। তিনিই প্রথম ছোট গাড়ি, তারপর বাস চালানো শিক্ষা দেন।

এরপর বাবার অসুস্থতার দরুন মেয়ে কল্পনা বাসের স্টিয়ারিং এবং সংসারের গুরু দায়িত্ব তুলে নেয়। ডানলপ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত- ’34 C’ বাস গাড়িটি আপাতত কল্পনার গাড়ি। যাত্রীদের কাছে যা যথেষ্ট পরিচিত। তাই যাত্রীরা গাড়িতে উঠলে বাড়ির ছোট্ট মেয়েটির মত, কল্পনার হাতে কেউ তুলে দেন চকলেট এবং কেউবা উপহার সামগ্রী তুলে দেন কল্পনার হাতে। কল্পনার বাবার কাছ থেকে জানা যায়, মেয়ে বড় হয়ে পুলিশ গাড়ি চালানোর ইচ্ছের কথা।

আর কল্পনা এই ব্যাপারে প্রশ্ন করলে সে উত্তর দেয় -“আমরা নারী আমরা পারি “কল্পনা মন্ডল এর এই বার্তা পথ দেখাবে আগামী নারী সমাজকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *