ঝাড়গ্রামশীর্ষ খবর

কলাইকুন্ডাতে কুড়মি সমাজের নেতাদের সাথে জেলা শাসক ও এস পির বৈঠক

সৌমেন আদক, ঝাড়গ্রাম: কলাইকুন্ডা ফাঁড়ি তে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ও এস পির সাথে বৈঠক। বৈঠকে আদিবাসী কুড়মি সমাজের নেতা কমলেশ মাহাত এবং কুড়মি সমাজের রাজেশ মাহাত, বিরেন মাহাত সহ একাধিক নেতৃত্ব।ঘাঘর ঘেরা আন্দোলনে পঞ্চমদিনে আার রেল অবরোধ এর প্রথম দিনে সমাধান সূত্র বার করতে এই মিটিং ডাকা হয়। মিটিং এ খড়গপুর এক নম্বর ব্লকের বিডিও ও উপস্থিত ছিলো।

তবে বৈঠকে সে অর্থে সমাধান সূত্র বেরোলো না এদিন। জেলা শাসক এবং এসপি জানান আন্দোলন কারিদের সাথে আলোচনা হয়েছে। তাদের অনুরোধ করা হয়েছে রামজান মাস চলছে, সাথে মনসা পুজা মানুষের সমস্যা হচ্ছে। ওনারা তাদের কমিটির সাথে কথা বলে জানাবেন। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব কমলেশ মাহাত ও কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাত উভয় জানান সরকার কে সিআরআই রিপোর্ট সংশোধন করে পাঠাতে হবে। তাহলেই সমস্যার সমাধান হবে। তারা তাদের উচ্চ নেতৃত্ব কে সব জানাবেন। তবে সমস্ত দায় সরকার এর উপর ই চাপিয়েছেন কুড়মি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *