কলকাতা

কলকাতায় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল।

কলকাতা: রবিবার দলীয় রাজনীতির আবর্তের বাইরে গড়ে ওঠা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেনে) এ উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার। ছিলেন পৃথা বিশ্বাস, দূর্বাদল দত্ত, বিশ্বজিৎ মিত্র। এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক, কিংকর অধিকারী জানান, অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে আগামী লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তা এবং ভোটারদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটদানের অধিকারকে প্রতিষ্ঠা করতে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স দিতে হবে।

এআইসিপিআই অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু, শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ, বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ, অস্থায়ীদের ন্যূনতম বেতন কাঠামো সহ একগুচ্ছ দাবি। সম্মেলনের মধ্যে দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিংকর অধিকারী , সভাপতি হয়েছেন সুহৃতোষ বিশ্বাস। কোষাধ্যক্ষ অনামিকা চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *