বিনোদনব্রেকিং নিউজ

আজ কলকাতায় সেলিব্রেটি ধামাকা ! চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে থাকছে আকর্ষণীয় চমক

নিউজ বাংলা টুডে: সিনেমা প্রেমীদের জন্য সুখবর! বিনোদনের আমেজে কাটতে চলেছে বছরের শেষের হাতে গোনা দিনগুলো। কারণ আজ থেকে কলকাতায় শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব। বছরের শেষে ডিসেম্বর জুড়ে থাকছে বিনোদনের ব্যবস্থা। শুধু তাই নয়, এমনকি সামনাসামনি দেখার সুযোগ হতে চলছে প্রিয় সেলিব্রেটি তারকাদেরও। সিনেমা প্রেমীরাদের জন্য থাকছে বর্ষশেষে চমক!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে কলকাতায় শুরু হতে চলেছে ‘ফিল্ম ফেস্টিভ্যাল’, অর্থাৎ চলচ্চিত্র উৎসব। যেখানে শুরুতেই থাকছেন বলিউডের স্বনামধন্য তাবড় তাবড় তারকারা। থাকছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো মাপের সেলিব্রেটিরাও। এছারাও থাকছেন জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখার্জি, বিশ্ব বিখ্যাত ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, গোটা বিশ্বের খ্যাতনামা দুই সংগীত শিল্পী কুমার শানু ও অরিজিত সিং। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই চলবে উৎসব পার্বণ। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নন্দন (১,২,৩), পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘর, নজরুল তীর্থ (১, ২) চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক)- এই সমস্ত জায়গায় দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি।বাহুল্য এই উৎসব চলচ্চিত্র নিয়ে প্রায় সারা বছরই অপেক্ষা করে থাকেন পশ্চিমবঙ্গ নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন। আর এই সকল অপেক্ষার অবসান ঘটছে আজই! শুরু হবে কলকাতায় ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দীর্ঘ অপেক্ষার পর আজ তারই শুভ সূচনা। এরপর আগামী ৭ দিন চলবে কিফ। ৪২ দেশের মোট ১৮৩ ছবি প্রদর্শিত হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে।যার মধ্যে প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৬৬ ছবি। মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে এবার। দুই কিংবদন্তি পরিচালিত কিছু ছবি দেখানো হবে এবারের কিফে। এবছর চলচ্চিত্র উৎসবের থিম হিসেবে থাকছে – ‘বিশ্ব মেলে ছবির মেলায়’ (Meet the World, at the World of Cinema)।উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ও জয়া- অমিতাভ অভিনীত ছবি ‘অভিমান’।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা থেকে দেখা যাবে ‘অভিমান’।কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে অসিত সেন, কে আসিফ, আল্যাঁ রেনে, আলি আকবর খাঁ, হৃষীকেশ মুখোপাধ্যায়,দিলীপ কুমার, পাওলো পাসোলনি, ভারতী দেব বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে জঁ লু গদার ও তরুণ মজুমদারকে।এই বছর ৮০ তে পা দিলেন অমিতাভ বচ্চন ,তাই বিগ বি-কে সম্মান জানিয়ে চলচ্চিত্র উৎসবের তোর শনিতে থাকছে তাঁরি আটটি ছবি। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে গগনেন্দ্র প্রদর্শনমালা ও নজরুল তীর্থে অমিতাভ বচ্চন। এছারাও নন্দন ও নজরুল তীর্থে গদার বিষয়ক প্রদর্শনীর আয়োজন হয়েছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে, সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানোরামা। থাকছে ক্রীড়া বিষয়ক বেশ কয়েকটি ছবি, যথা : ‘৮৩’, ‘এমএস ধোনি’, ‘চক দে ইন্ডিয়া’, ‘মেরি কম’, ‘কোনি’ এবং ‘ভাগ মিলখা ভাগ’-র মতো ছবিগুলি। তাহলে বুঝতেই পারছেন হাতের সামনে সুবর্ণ সুযোগ! চাইলে আপনিও প্রাণ খুলে উপভোগ করতে পারেন এই উৎসব পার্বণ। আপনিও যদি হয়ে থাকেন সিনেমাপ্রেমী মানুষদের মধ্যে একজন, তবে দেরি না ঘুরে আসুন নস্টালজিক শহর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *