ইতিহাসে আজকের দিনে

কয়লা পাচার মামলায় সি বি আই আর ২ জনকে গ্রেফতার করেছে। ইসিএল-এর প্রাক্তন কর্তা এবং সি আই এস এফ-এর ইনস্পেক্টরকে আগামীকাল আদালতে তোলা হবে।

নিউজ বাংলা টুডে ডেস্ক: কয়লা পাচার মামলায় সি বি আই আরও দু-জনকে গ্রেফতার করেছে। এরা হলেন, ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড ইসিএল-এর প্রাক্তন কর্তা, সুনীল কুমার ঝা এবং সি আই এস এফ-এর ইনস্পেক্টর আনন্দ কুমার সিং। এদের বিরুদ্ধে টাকা নিয়ে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।সিবিআই সূত্রে জানা গেছে, দু-জনকেই আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তারা তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়। ধৃতদের আগামীকাল আসানসোল আদালতে তোলা হবে।এদিকে, বেআইনি কয়লাখনিগুলিকে আইন মেনে বৈধতা দিলে সেখানে বহুমানুষের কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি আজ নবান্নেএক পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে কোল ইন্ডিয়ার সঙ্গে কথা বলার জন্য মুখ্যসচিবকেপরামর্শ দেন। প্রয়োজনে রাজ্য সরকার, কেন্দ্রের সঙ্গে সবরকমের সহযোগিতা করবেবলেও তিনি আশ্বাস দিয়েছেন।বেআইনী খনন বন্ধ হলে বিপদের সম্ভাবনা অনেকটাই কমবে বলেও তিনি উল্লেখ করেন। তবে, বিষয়টি কয়লা ও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বলেও মমতা জানিয়েছেন। এপ্রসঙ্গে তিনি রানীগঞ্জের ধসের কথাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *