পশ্চিম মেদিনীপুরবিনোদন

কচিকাচাদের নিয়ে কলা সঙ্গম অঙ্কন প্রতিযোগিতা কর্মসূচি।

নিজস্ব প্রতিনিধি,পিংলাঃ-বিশ্বজুড়ে থাবা বসিয়েছিল করোনা মহামারী , প্রায় কয়েকশো কোটি মানুষ হয়েছিল গৃহবন্দি , আর এই গৃহবন্দি থেকে সবথেকে অসুবিধে ছিল বাড়ির কচিকাচারা। ছিল স্কুল ছুটি। বন্ধুবান্ধবদের সঙ্গে ছিল না কোনো দেখা, তেমনি বাইরেও খেলতে যাওয়া ছিল মানা। এমতাবস্থায় একপ্রকার শিশুরা হাঁপিয়ে উঠছিল বাড়িতে। একঘেয়ে ঘরবন্দি দশার থেকে যদিও আজ অনেকটাই স্বস্তির সাথে কাটাচ্ছে মানুষ, কিন্তু কচিকাচাদের শিক্ষার অনেকটাই অবনতি ঘটেছে তারি মাঝে আজ একটুকরো ভোরের আলোর ছটা নিয়ে এসেছে কলা সঙ্গম আর্ট স্কুল অঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক লালন কুমার বিশই উনার উদ্যোগে ও প্রত্যেকটি অভিভাবকের সহযোগিতায় প্রায় ৩০০-৪০০ কচিকাচাদের নিয়ে পিংলা ৬ নম্বর খিরাই অঞ্চলের কাঁটাপুকুর গর্মেন্ট আইটিআই কলেজে অঙ্কন প্রতিযোগিতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিদিনের জীবনযাত্রা থমকে যাওয়ার চাপে সুপ্তপ্রতিভা গুলোকে আবার তুলে আনতে এই প্রয়াস।এটি মানবসভ্যতার ইতিহাসের আদ্যোপান্ত থেকেই গণ অভিব্যক্তি প্রকাশের একটি জনপ্রিয় ও মৌলিক মাধ্যম। এটি ধারণাকে দৃশ্যের দ্বারা স্ংযোগের একটি অতিসরল অথচ অত্যন্ত কার্যকরী মাধ্যম হল এই অংকন, তারি এই ক্ষুদ্র প্রকাশ মাত্র।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খিরাই অঞ্চল প্রধান মৈত্রী জানা সামন্ত, অংকন শিক্ষক লালন কুমার বিশই, সহ প্রত্যেক শিশুর অভিভাবকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *