কলকাতাশিক্ষা

ঐতিহ্যবাহী বেথুন স্কুলের ১৭৫ বর্ষপূর্তি উদযাপন

নিউজ বাংলা টুডে ডেস্ক: ঐতিহ্যবাদী বেথুন স্কুলের ১৭৫ বছর উদযাপন উপলক্ষে আজ সকালে এক বর্ণময় পথযাত্রার আয়োজন করা হয়। স্কুলের সামনে থেকে শুরু হয়ে ওই পথযাত্রা স্বামী বিবেকানন্দের বাড়ি, রাজা রামমোহনের বাড়ি ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি পরিক্রমা করে সেখানে শ্রদ্ধা নিবেদনের পর স্কুলে ফিরে আসে। বর্তমান প্রাক্তন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মী, অভিভাবক এবং শুভানুধ্যায় বহু মানুষ এই পথযাত্রায় শামিল হন। ছিল স্লেট পেন্সিল হাতে ২১ জন ছাত্রী ।
শিক্ষাবর্তী ব্রিটিশ রাজ কর্মচারী জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের উদ্যোগে ১৮৪৯ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্টজনদের সহায়তায় ২১ জন ছাত্রীকে নিয়েই বেথুন স্কুলের পথচলা শুরু। ৭ মে ১৭৫ বছরে পা দিচ্ছে এই স্কুল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *