ব্রেকিং নিউজ

এসইউসিআই এর উদ্যোগে উত্তরপ্রদেশের লক্ষিমপুরে কৃষক হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ।

নিজস্ব প্রতিনিধি বেলদা ,শান্তনু রায়

উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। সেই ঘটনায় জড়িত অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ দিবস পালন করল এস ইউ সি আই কমিউনিস্ট। সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে প্রতিবাদ সভা ও মিছিল সংগঠিত হয় দলের পক্ষ থেকে। মিছিল কেশিয়াড়ী মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে মারার ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে প্লাকার্ড হাতে মিছিলে পথ হাঁটেন দলের কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, লখিমপুরের ঘটনায় কৃষকদের অভিযোগ, লখিমপুর খেরিতে তাঁরা যখন রাস্তার একপাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন, তখন বিনা প্ররোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের দলবল কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ঘটনায় ৪ জন কৃষক সহ ৮ জনকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে পথসভার আয়োজন করা হয়। পথসভা থেকে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *