Breakingকোলাঘাটব্রেকিং নিউজশীর্ষ খবর

এলাকার অনুন্নয়ন ও রাজ্যের চোরের সরকারের প্রতিবাদে পদযাত্রা শুভেন্দুর নেতৃত্বে

নিউজ বাংলা লাইভ : কোলাঘাট;এলাকার রাস্তা ঘাটের বেহাল দশা,ভেঙ্গে চলেছে নদীপাড়। হুশ নেই সরকারের। চুরি করতেই ব্যস্ত। চোরের সরকারের একের পর এক সামনে আসছে। বাংলায় উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের দাবিতে মঙ্গলবার কোলাঘাটে প্রতিবাদ পদযাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন কোলাঘাটের ব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু হয় ২ কিমি অতিক্রম করে বিবেকানন্দ মোড়ে তা শেষ হয়। সেকানে তিনি রাজ্য সরকারের শিক্ষা থেকে খাদ্য চুরি কথা তুলে ধরে বলেন, স্থানীয় দাবিদাবার পাশাপাশি আজ রাজ্য জুড়ে চাল চোর, গম চোর, আটা চোরদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে।এদিন তিনি টাটাকে টাকা সাধারন মানুষের টেক্সের টাকায় নয় তৃণমূল দল থেকে দিতে হবে না হলে বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধ হবে।তৃনমূলের পার্টি ফান্ডে ৮০০ কোটি টাকা রয়েছে সেই টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। উরা ডিএর মতো উচ্চ আদালতে যাবে কিছু লাভ হবে না।তিনি আরও বলে তৃণমূল ফাঁকা হয়ে যাবে ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব যাবে পুরো দুর্নীতিতে।বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সাথে যুক্ত তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছেন। শিক্ষা থেকে খাদ্য প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের যেভাবে ইডি ও সিবিআই হাতে গ্রেপ্তার হচ্ছে তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে। সামনে ২৪ শে লোকসভা নির্বাচন। তাতে কতটস প্রভাব পড়বে তা সময় বলবে।এখানে একজন হাফ মন্ত্রী আছে। তিনি শুধু ফেতাকাটেন এবং নেমন্তন্ন বাড়িতে যান আর কিছু করেন না।আমি যখন ওই ওদের দলে ছিলাম এলাকার বিভিন্ন উন্নয়নের ছোঁয়া এবং এলাকায়ে উন্নয়নের ফলকে আমার নাম থাকতো আর এখন কার যারা আছে তারা শুধু ভাষণ দেয় আর চুরি করে জেলে যায়।আজকে কোলাঘাটের টেলার দেখলাম লোকসভার আগে পুরো সিনেমা দেখিয়ে দেব।আগামী কালী পূজার পরে ২৯ শে নভেম্বর কলকাতায় রাজপথে আবাস যোজনা এবং দুর্নীতির প্রতিবাদে প্রতিবাদ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *