Breakingরাজ্যশীর্ষ খবর

“এবার সিভিক পুলিশের মত সিভিক ডাক্তার”! কটাক্ষ সুকান্ত মজুমদার

নিউজ বাংলা টুডে ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ডাক্তরিতে তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাবের সমালোচনা করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশের মত সিভিক ডাক্তারও বানাতে চাইছেন। একজন মুখ্যমন্ত্রীর পরিবর্তে কয়েকজন সিভিক মুখ্যমন্ত্রীও রাখা প্রয়োজন বলে সুকান্তবাবু মন্তব্য করেন। মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা একদমই উচিত নয়।বাম ছাত্র সংগঠন এসএফআই এর বিরোধিতা করে এক বিবৃতিতে অবিলম্বে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে। তিন বছরের ডিপ্লোমা চালু হলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষার শোচনীয় অবস্থা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।এদিকে, ডাক্তারিতে ডিপ্লোমা এবং ১৫ দিনের নার্সিং কোর্স চালু করার বিষয়ে

এসইউসিআই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য্য বলেন, ডিপ্লামাধারী ডাক্তারদের দিয়ে রাজ্য সরকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করতে চাইছে, কিন্তু ভোর কমিটির সুপারিশ অনুযায়ী এমবিবিএস ডাক্তার হতে ন্যুনতম পাঁচ বছর প্রয়োজন। ১৫ দিনের নার্সিং কোর্সের মাধ্যমে নার্স তৈরির পরিকল্পনাও জনস্বার্থ বিরোধী ও এই পেশাকে অবমাননা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *