ব্রেকিং নিউজমালদা

এবারে ভাঙ্গন মানিকচকের কালেন্দ্রী নদীতে।

নিজস্ব প্রতিনিধি,মানিকচক:-যখন ভুতনির কালটোন,কেশবপুর টোলা,পশ্চিম নারায়ণপুর বালুটোলায় ভাঙ্গন চলছে গঙ্গার।ইতিমধ্যে কালটোন টোলা এলাকার ভয়াবহ ভাঙ্গনে গঙ্গাগর্ভে তলিয়ে গেছে বারোটি বাড়ি।বহু পরিবার খোলা আকাশের নীচে ঠাঁই পেতে রয়েছে।ইতিমধ্যে ভাঙ্গনে জেরবার কালেন্দ্রী নদী।মঙ্গলবার থেকে মানিকচকের সাহেবনগর তিনঘরিয়া এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙ্গন।বর্তমানে নদীতে তলিয় গেছে কয়েক কাটা জমি।এইভাবে ভাঙ্গন চলতে থাকলে ভিটেমাটি হারা আশঙ্কা রয়েছে।নদীর ভাঙ্গন থেকে গ্রাম বাঁচাতে আর বেশি বাঁধ নেই।স্থানীয় সূএে জানা গেছে,তিন বছর ধরেই তিনঘরিয়া গ্রামের কালেন্দ্রী নদী তীরে ভাঙ্গন শুরু হয়েছে।তিন বছর আগে নদী থেকে গ্রামের দূরত্ব ছিলো অনেকটাই।কিন্তু ভাঙ্গনের পর নদী গ্রামের গা ঘেসে গেছে।তবে ভাঙ্গন শুরু হওয়াতে সেচ দপ্তরের ভরসাই না থেকে গ্রামবাসীরাই ভাঙ্গন রোধের কাজ হাত লাগাই।গ্রামে দুই গ্রাম পঞ্চায়েত সদস্যর উদ্যোগে ও চাঁদা তুলে ভাঙ্গন রোধের কাজ শুরু করেছে তাঁরা।নদী পারে বাঁশ ফেলে ভাঙ্গন আটকানোর চেষ্টা করছে গ্রামবাসীরা।যদিও বৃহস্পতিবার রাত থেকে আর ভাঙ্গন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *