কলকাতাখেলাধুলাব্রেকিং নিউজরাজ্য

এফ সি গোয়ার কাছে আবারো মুখ থুবড়ে পড়ল ইসি ইস্ট বেঙ্গল

সায়ন দাস : আইএসএল সিজেন বদলেছে, কোচ বদলেছে ,বদলেছে প্লেয়ারও তবুও গত বছরের মতোই ছন্নছাড়া রক্ষণ এবারও লক্ষ করা যাচ্ছে ইস্টবেঙ্গলের খেলায়। পয়েন্ট টেবিলের শেষে থাকা এফ সি গোয়ার কাছে চার তিন গোলে হারের পর পয়েন্ট টেবিলের একদম তলানিতে চলে এসেছে শতবর্ষের ক্লাবটি । এই ম্যাচের আগের দুই দলের মধ্যে কেউই জয়ের স্বাদ পায়নি , তাই এই ম্যাচের জয়ের তাগিদ নিয়ে মাঠে নেমেছিল দুই দল । প্রথমে আলবার্তো নাগুয়েরা জোরালো শটে 14 মিনিটের মাথায় এগিয়ে যায় এফসি গোয়া । 26 মিনিটের মাথায় দুর্দান্ত পেরিসেভিক এর দুর্দান্ত শটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল এই ম্যাচে। এরপর 32 মিনিটের মাথায় সৌরভ দাসের ফাউল এ পেনাল্টি পায় এফসি গোয়া । সেই পেনাল্টি থেকে ওটিজএর গোলই আবারো এগিয়ে যায় এফ সি গোয়া। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এফসি গোয়া। ডেরীসেভিক এর ফ্রি কিকের থেকে গোলে আবারো সমতা ফেরায় ইস্টবেঙ্গল। প্রথম অর্ধের এক মিনিট বাকি থাকতে প্যারিসেভিকএর ওন গোলে আবারও এগিয়ে যায় এফ সি গোয়া এই ম্যাচে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার 60 মিনিটের মাথায় পেরিসেভিক দুর্দান্ত স্কিল গোল করায়, খেলার স্কোর দাড়ায় 3-3 হয় । এরপর ইস্টবেঙ্গলের রক্ষণকে ভেদ করে 80 মিনিটের মাথায় নাগুইয়ারা গোলে জয় নিশ্চিত করে এফ সি গোয়ায় এই ম্যাচে। জোড়া গোলের সুবাদে নাগুইয়ারা কে ম্যান অফ দ্যা ম্যাচ বাছা হয় । ম্যাচ শেষে এফসি গোয়ার কাছে হারের পর কোচ মানলো দিয়াজ জানান আমরা এই ম্যাচে অনেক ভুল করেছি, আশা করছি পরের ম্যাচ গুলোতে এই ভুল শুধরে আবার ফিরে আসতে পারবো,এবং আরো বলেন টিমের আরো উন্নতি দরকার, অনুশীলন দরকার যা পরের ম্যাচ গুলিতে আমাদের ফিরিয়ে আসতে আত্মবিশ্বাস জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *