তমলুকনিমতৌড়িপূর্ব মেদিনীপুর

এডিপ স্কিমে পূর্ব মেদিনীপুরের ৬১০ দিব্যাঙ্গ পেলেন প্রয়োজনীয় সরঞ্জাম।

তমলুক: ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এডিপ স্কিমে 2022 সালে ১৯, ২০, ২১ শে ডিসেম্বর কোলাঘাট, নিমতৌড়ি, মহিষাদলে প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ শিবির হয়। দীর্ঘদিন পরে ALIMCO এবং জেলা প্রশাসনের সহায়তায় ৬১০ জন চিহ্নিতকৃত প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র তুলে দেওয়ার শুভ সূচনা হলো নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ক্যাম্পাসে। এদিন শুভ সূচনায় উপস্থিত ছিলেন জেলাশাসক তানভীর আফজল, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ একরূপানন্দ জি, অধ্যাপক প্রাক্তন বিধায়ক ব্রহ্মময়নন্দ, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ও প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত প্রমুখ।

দীর্ঘদিন পরে তাদের প্রাপ্য প্রয়োজনীয় সহায়ক যন্ত্র পেয়ে খুশি বলে জানালেন ময়নার বরুন মাঝি, চন্ডিপুরের রবীন্দ্রনাথ সংগ্রাম, তমলুকের উত্তম দাস, পটাশপুরের বুলবুলি মাইতি অদ্বৈত মাইতি মহিষাদলের আলাউদ্দিনরা। আগামী কাল ৬ই ফেব্রুয়ারি কোলাঘাট এবং ৭ই ফেব্রুয়ারি মহিষাদল বিডিও অফিস থেকে ঐ এলাকার প্রাপকদের সহায়ক যন্ত্র প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *