এগরাবিনোদন

এগরা কলেজের ৫৫তম প্রতিষ্ঠা দিবস।

নিজস্ব প্রতিনিধি , এগরা:-৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা শারদা শশীভূষণ কলেজে। সোমবার সকালে এগরা কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এরপর কলেজে উপস্থিত মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিন কলেজের সভাগৃহে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামিলী, অধ্যাপক মলয় বারিক , অধ্যাপক প্রথিক প্রধান, অধ্যাপক ড. শান্তনু দলাই প্রমুখ । এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্রছাত্রীরা গিরিশ কার্নাডের লেখা ‘হায়বাদন’ পালা আকারে অভিনিত করে। কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজ তৃনমূল ছাত্র সংসদের উদ্দোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের শুভ সূচনা করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী সহ অন্যান্যরা। মোট ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক। এগরা কলেজ তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি পিকু জানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। শিবির পরিচালনা করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি উদয় পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *