পশ্চিমবঙ্গব্রেকিং নিউজরাজনীতি

এগরায় পা মুখ্যমন্ত্রীর! আগামীকাল সফর

নিউজ বাংলা টুডে ডেস্ক: এবার বিস্ফোরণ রহস্য খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। এগরার খাদিকুল বাজি কেন্দ্রে পা রাখবেন তিনি। সঙ্গে ঘুরে দেখবেন গোটা এলাকা। আগামীকাল এগরা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণ স্থল পরিদর্শনে আসছেন তিনি। এমনটাই জানা গেছে সূত্র মারফত। এলাকায় চলছে প্রস্তুতিও।

কদিনেই একের পর এক বিস্ফোরণ কাণ্ডে কেঁপে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। পঞ্চায়েত ভোট পূর্বেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের একাধিক জায়গার পরিবেশ। তবে মূলত এগরা বিস্ফোরণ কাণ্ডের পরেই উত্তাল গোটা রাজ্যের রাজনৈতিক মহল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিশি তৎপরতার। পরস্পর ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে সরকারের গাফিলতির বিরুদ্ধেও।

গত ১৬ ই মে একরার খাদিকুল বিস্ফোরণের পর এলাকা পরিদর্শনে এসেছেন অনেকেই। একদিকে যেমন ঘটনা বিশ্লেষণে এলাকায় এসেছেন রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া, বিপ্লব চক্রবর্তী, তরুণ মাইতি (এলাকার বিধায়ক) প্রমুখ। তেমনি আবার একই স্থানে দাঁড়িয়ে হুংকার ছেড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীর গাফিলতি নিয়ে তুলেছেন একাধিক প্রশ্ন।

তবে আসুক যেই! এলাকায় আসতেই জনগনের ক্ষোভ সামলাতে হয়েছে সকলকেই। এবার সেই জায়গাই পর্যবেক্ষণে আসছেন খোদ মুখ্যমন্ত্রী। তদন্তভার সিআইডির হাতে দিয়েও দায়িত্বে অটুট তিনি। নিজেই আসছেন এলাকা পরিদর্শনে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি হাতে মেলেনি এখনও। তবে এলাকা ঘুরলেই মিলছে আভাস। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই।

বিস্ফোরণ ঘটনায় বলি হওয়া পরিবারদের সাথেও কথা বলবেন তিনি। সূত্রের খবর স্বজন হারানো পরিবার গুলির পাশে দাঁড়াবেন তিনি। গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আবহাওয়া ঠিক হলেই তিনি এগরার গ্রামে যাবেন।

এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, ‘আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী খাদিকুল গ্রামে আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে জেনেছি।’‌তবে এ নিয়েও বিরোধী মহলে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই বলছেন, এতদিন পর কেনো এমন উদ্যোগ? নানান কুটনৈতিক মন্তব্য শোনা যাচ্ছে কানাঘোষা। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *