কোলাঘাটপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

এক হাজার রঙিন ফুল চাষ করে নজির কোলাঘাটের প্রমথনাথ মাজী

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট :ফুলকপির চাষ তার বহুদিনের। তবে তার নতুন নতুন চাষের প্রতি আগ্রহ নেহাত কম নয় তার।বিদেশি সব্জী, ব্রকলি, চায়না টমাটো, ক্যাপসিকাম সহ বিভিন্ন নতুন চাষবাস দীর্ঘদিনের নেশা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রমথ নাথ মাজির। বছর পচ্চান্নের এই চাষি এবছর পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি চাষ করেছেন। একহাজার রঙিন ফুলকপি চাষ করেছেন। মূলত বেগুনী ও হলুদ রং এর ফুলকপি চাষ করেছেন পরীক্ষামূলক ভাবে।প্রথমে কিছুটা ভয়ভীতি থাকলেও বর্তমানে ফলন উৎপাদন শুরু হয়েছে।পাশাপাশি বিক্রি করছেন পার্শ্ববর্তী যশোড়া, খুকুড়দহ, দেউলিয়া ও কোলাঘাট বাজারে বিক্রি করছেন।

যথেষ্টই বাজারে চাহিদা রয়েছে রঙিন ফুলকপির এমনই দাবী করলেন কৃষকবন্ধু প্রমথ নাথ মাজির। বর্তমানে গড়ে ৪০( চল্লিশ) টাকা করে বিক্রি করছেন এই রঙিন ফুলকপি।প্রমথ বাবু জানান,এই চাষ করে রীতিমতোই খুশি।পাশাপাশি অন্যান্য চাষিরাও এই চাষদেখে আগ্রহ প্রকাশ করছেন।আগামী বছর এই রঙিন ফুলকপির চাষ আরো বৃদ্ধি করবেন বলে জানান কৃষকবন্ধু। সবমিলিয়ে বৃন্দাবনচক গ্রামের এই প্রগতিশীল কৃষকবন্ধুর ক্ষেত পরিদর্শন করতেও আসছেন স্থানীয় উৎসাহী কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *