রাজনীতিরাজ্য

একশো দিনের কাজের টাকা’ নিয়ে ফের আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী!

রাজ্য: কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে প্রচারে নামতে চলেছে তৃণমূল। আর সেই প্রচারের আনুষ্ঠানিক সূচনার দিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনার হিসাব নিকাশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বললেন, ৪৩ হাজার কোটি টাকার মধ্যে ২৯ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র আর ২০ হাজার কোটি দিয়েছে রাজ্য। কখনও আবার আক্ষেপ করে বলতে শোনা গেল, টাকাই দেয়নি তো খাবে কোথা থেকে?এদিন মমতা বলেন, “৪৫৫টা টিম পাঠিয়েছে। বলছে, সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দেও। টাকাই তো দাওনি তো খাবেটা কোথা থেকে? ২১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত কোনও টাকা দিয়েছে ১০০ দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো? ৫৯ লক্ষ লোককে ১০০ দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি। আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে”।

আবাস যোজনা নিয়েও এদিন কেন্দ্রকে আক্রমণ শানান মমতা। বলেন, “বলছে, আবাস যোজনায় আপনাদের আমরা ৪৩ হাজার কোটি টাকা দিয়েছি। কিন্তু ওরা আপনাকে ঘর দেয়নি। ওদিকে টাকা খেয়ে নিয়েছে। আমি বলি, মোদীবাবু কথা বলছেন কয়েকজন অফিসারের কথায় ঠিক আছে। কিন্তু তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা ২ বছর আগে বাংলায় যে ৪৩ হাজার কোটি টাকা খরচ করেছিলাম। তাতে আপনারা দিয়েছিলেন ২৯ হাজার কোটি টাকা। আমরা দিয়েছিলাম ২০ হাজার কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম। ৪৩ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তার পর ২ বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি। ১১ লক্ষ মানুষকে দেবে বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি ১ মে মধ্যে না দেয়, ১১ লক্ষ লোকের বাড়িও আমরা তৈরি করে দেব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *